Style Options
অনলাইন পরীক্ষা সংক্রান্ত নোটিশ  |  ভর্তি -২০১৮-১৯ সংক্রান্ত বিজ্ঞপ্তি  |  

শহীদ আকবর আলী মহিলা মহাবদ্যালয়কে শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয় এ রুপান্তর

Picture

শহীদ আকবর আলী মহিলা মহাবদ্যালয়কে শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয় এ রুপান্তর করা হয় ০৫/০২/২০১০ খ্রিঃ তারিখে। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলাস্থ শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর অধিভুক্ত করার জন্য ২৬/১১/২০১২ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৩০তম একাডেমিক কাউন্সিলের সভায় অধিভুক্তি প্রদানের বিবেচ্য বিষয়টি অনুমোদন করা হয়। বিগত ১৩/০৪/২০১৩ খ্রিঃ তারিখে রিজেন্ট বোর্ডের ৩০তম সভার ৭নং আলোচ্য বিষয়ের সিন্ধান্ত ক্রমে এবং এ বিশ্ববিদ্যালয়ের ২০০১সনের ৩৫ নং আইনের ৬(৫) এর ধারা অনুয়ায়ী শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয় কে হাবিপ্রবি-র অধিভুক্ত কলেজ হিসাবে চুড়ান্ত ভাবে অনুমোদন করা হয়। হাবিপ্রবি এর অধিভুক্তি কলেজ হিসাবে প্রয়োজনীয় ফি ও নির্ধারিত আবেদন জমা দেয়ার বিএসসি এজি (অনার্স) বিবিএ এবং বিএসসি ইন সিএসই কোর্স চালুকরণ সহ ২০১৪ শিক্ষাবর্ষে এগ্রিকালচার এ ৫০জন, বিবিএ তে ১৪০ জন, এবং সিএসই তে ৩৫ জন ছাত্র/ছাত্রী লেভেল-১, সেমিস্টার-১ কোর্সে ভর্তির নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুমতি দেয়া হয়।